শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা  গাংনীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত মেহেরপুরে ভিড় বেড়েছে পুরাতন কাপড়ের দোকানগুলোতে গাংনীর ইটভাটা গুলোতে পুড়ছে গড়ে প্রতিদিন ২০ হাজার মন কাঠ, পরিবেশের জন্য হুমকি, রয়েছে স্বাস্থ্য ঝুঁকি গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু গাংনীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত মেহেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার  গাংনীতে অস্ত্র, গুলি ও সরকারি কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক গাংনীতে  পানিতে ডুবে শিশুর মৃত্যু মেহেরপুরে তিন ডাকাত আটকের ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

আলোর মুখ দেখতে যাচ্ছে মুজিবনগর স্থল কাস্টমস স্টেশন, বাড়ছে জমির দাম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৭৮৯ বার পঠিত

সেই উত্তাল একাত্তরে মুক্তিযোদ্ধাদের তরফে কলকাতার কিছু সাংবাদিককে বলে রাখা হয়েছিল, ১৭ এপ্রিল ভোরে প্রেস ক্লাবে উপস্থিত থাকতে। ভারতের কৃষ্ণনগর, চাপড়া, হৃদয়পুর হয়ে তাঁদের নিয়ে যাওয়া হয় সীমান্ত পেরিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের ভূখন্ড আমবাগান ঘেরা বৈদ্যনাথ তলায়। সেখানে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ গ্রহণ করে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের গ্রথম সরকার (মুজিবনগর সরকার)। সাংবাদিক বৈঠকও হয়। এর পরে ওই পথেই কলকাতায় ফিরে আসেন সাংবাদিকরা।

সেই স্মৃতি বিজড়িত সীমান্ত এলাকা বৈদ্যনাথ তলার নাম সেই দিনই দেওয়া হয় মুজিবনগর। এই সীমান্তবর্তী এলাকাকে স্মরণীয় করে রাখতে সেখানে ভারত-বাংলাদেশ যাতায়াতের নতুন দরজা তৈরির জন্য উদ্যোগী হয়েছে দিল্লি ও ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত বছরের ঢাকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে স্থির হযেছিল, চাপড়া থেকে হৃদয়পুর হয়ে মুজিবনগর পর্যন্ত ওই ঐতিহাসিক রাস্তাটির নামকরণ করা হবে ‘স্বাধীনতা সড়ক।

নামে ‘স্বাধীনতা সড়ক’ হলেও সেখানে ভিসা ইমিগ্রেশনের বন্দোবস্ত না থাকায় মানুষের যাতায়াত ছিল না। ইতোমধ্যে মেহেরপুরের মুজিবনগর স্থলবন্দরের জন্য স্থল কাস্টমস স্টেশন অবিলম্বে চালু করার জন্য গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে মুজিবনগর স্থল কাস্টম স্টেশন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গেজেট প্রকাশ করেছে। গেজেটে বলা হয়েছে মুজিবনগর স্বাধীনতা সড়ক হয়ে ভারতের নদীয়া জেলার চাপড়া-কৃষ্ণনগর সড়ক দিয়ে ভারতে যাত্রী চলাচল ও পণ্য আমাদানী ও রপ্তানী করা যাবে। তবে অবকাঠামো উন্নয়ন না হওয়া পর্যন্ত কেবল যাত্রী চলাচল করতে পারবে।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান সম্প্রতি নদিয়ার হৃদয়পুর হয়ে মুজিবনগর সীমান্ত ঘুরে দেখে গেছেন। অবকাঠামো নির্মানের বিষয়ে স্থান দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যেই সেখানে ভারত এবং বাংলাদেশের সীমান্তরক্ষীদের চেক পোস্ট রয়েছে। বাংলাদেশের দিকে কাস্টমস আর ভিসা ইমিগ্রেশন পয়েন্ট তৈরির জন্য পরিকাঠামো গড়ার কাজ প্রায় শেষ। ভারতের দিকে পরিকাঠামো যাতে হয়, সে ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে। হাইকমিশনার মহম্মদ ইমরান জানান, সেখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে নতুন চেক পোস্ট-এর বিষয়ে সবাই আগ্রহী।

অতিদ্রুত অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে। মুজিবনগরে কাস্টমস আর ভিসা ইমিগ্রেশন পয়েন্ট তৈরির জন্য ৩০ একর জমিও নেওয়া হচ্ছে।

এদিকে মুজিবনগর কাস্টমস স্টেশন আলোর মুখ দেখতে যাচ্ছে এমন খবরে রাতারাতি বেড়েছে সেখানকার জমির দাম। কৃষি জমি থেকে শুরু করে বসতি জমির দাম বেড়েছে ২৫-৩০ গুন। বাগোয়ান ইউনিয়নের সোনাপুর, ভবেরপাড়া মৌজায় সরকারী মূল্য প্রতি শতক ১৫ হাজার টাকা। বছর তিনেক আগেও এই দামে বিক্রি হয়েছে সেখানকার জমি। তবে মুজিবনগর স্থল কাস্টমস স্টেশন হওয়ায় সেখানকার জীবন-মানের আমুল পরিবর্তন এসেছে। রাতারাতিই পাল্টে গেছে ভবেরপাড়ার চিত্র। এখন সেখানকার জমির মালিকরা শতক প্রতি দাম হাঁকাচ্ছেন ৪-৫ লাখ টাকা। দীর্ঘদিনের অবহেলিত এই গ্রামটিসহ মুজিবনগরের আশেপাশের কৃষি থেকে শুরু করে বানিজ্যিক জমি, সব ধরনের জমির মূল্য বৃদ্ধি পেয়েছে বহুগুন।

মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কের পাশের জমির। অনেকেই বিভিন্ন অবকাঠামো নির্মানের পরিকল্পনাও শুরু করেছে।

মুজিবনগর অনন্যা পার্কের সত্ত্বাধিকারী হাসানুজ্জামান লাল্টুর প্রায় তিন একর জমি অধিগ্রহন করছে সরকার। তারপরও কিছু বানিজ্যিক জমি অবশিষ্ট থাকবে লাল্টুর। সেখানে মানসম্মত একটি আবাসিক হোটেল নির্মানের পরিকল্পনা করছেন তিনি। লাল্টু জানান, ইতোমধ্যে বেশ কিছু খদ্দের জমিটি কিনতে চেয়েছে চড়া দাম দিয়ে। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে তিনি বিক্রি করেননি। মুজিবনগরে কোন মনসম্মত আবাসিক হোটেল নেই। বাইরের পর্যটকরা এখাসে এসে তাদের মেহেরপুর শহরে গিয়ে থাকতে হয়।

জমির দাম বৃদ্ধি পাওয়াকে এলাকার অর্থনৈতিক উন্নয়নের বহিঃপ্রকাশ মনে করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার। তার মতে, মুজিবনগর স্থল কাস্টম স্টেশনটি চালু হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। এলাকার জমি-জমার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যা এখন ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের চাষ আবাদে। কাস্টম স্টেশনটি চালু হলে সেসব জমি গুলোতে গড়ে উঠবে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইমরান খান জানিয়েছেন, স্বাধীনতা সড়ক বরাবর নতুন ইমিগ্রেশন পয়েন্ট ঘোষণা করা যায়, সে জন্য উঠে পড়েছে লেগেছে দুই সরকার। বিষয় হল, সেখানে এগজিট এবং এন্ট্রির জন্য ছশো মিটার রাস্তা পাকা করতে হবে এবং সেটা পশ্চিমবঙ্গ সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে। বিষয়টি নিয়ে সক্রিয় হতে ভারতীয় কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে বলেছে। সেখানে ভিসা ইমিগ্রেশন পয়েন্ট খোলা হলে দু’দেশের দু’প্রান্তেই অর্থনৈতিক কর্মকান্ড বাড়বে বলে আশা করেন তিনি।

জনপ্রসাশন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, অবকাঠামো নির্মানের এক্ষেত্রে দ্রুততম সময়ে দু’দেশ কাজ শুরু করবে। ইতোমধ্যে ৩০ একর জায়গা নেয়ার প্রক্রিয়া হচ্ছে। স্থল কাস্টস স্টেশনটি চালু হলে মুজিবনগর-মেহেরপুর মানুষের জীবন-যাত্রার মানের পরিবর্তনসহ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo