আইন ও সালিশ কেন্দ্রের (এসকে) এর সহায়তায়, ইয়েস বাংলাদেশ আয়োজিত এসডিজি মনিটরিং ও রিপোর্টিং প্রশিক্ষনের জন্য ৩ দিনের কর্মশালায় মেহেরপুরের প্রতিনিধিত্ব করবেন তরুণ সাংবাদিক এস এম মেহেরাব হোসেন ও ইয়েস বাংলাদেশ এর সদস্য স্বর্ণালী। শনিবার (২০ মার্চ) সকাল ৭ টায় মেহেরপুর থেকে সাভার ব্রাক বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়ে বিকেলের দিকে গন্তব্যে পৌঁছেছেন তারা।
এস এম মেহেরাব হোসেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি এবং বর্তমানে তিনি জেলার সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এছাড়াও মাগুরা গ্রুপের মালিকানাধীন জাতীয় দৈনিক পরিবর্তন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত রয়েছেন।
স্বর্ণালী ইয়েস বাংলাদেশ জেলার একজন সদস্য। অসহায় শিশু ও ইয়ুথ দের পাশে দাঁড়ানোর এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে এ প্রশিক্ষণে যোগদান করেন তারা। এ প্রশিক্ষণে দুই গ্রুপে সরাদেশের ৬৪টি জেলাই অংশগ্রহণ করবে বলে জানান মেহেরপুরের তরুণ সাংবাদিক এস এম মেহেরাব হোসেেন। তিনি আরো বলেন সারা বাংলাদেশের ৬৪ টি জেলার ৩৫ টি জেলার প্রশিক্ষণ ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২০ই মার্চ শেষ হয়েছে। আবার ২০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের বাকি জেলা গুলোর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।