মেহেরপুরের গাংনীতে অগ্নিকাণ্ডে ফজলুর রহমান নামের এক কৃষকের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাইলমারী বাগানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফজলুল হক উপজেলার মাইলমারী গ্রামের মৃতঃ আব্দুর রহমানের ছেলে। ভুক্তভোগী কৃষক ফজলুল হকের ছেলে আসাদুজ্জামান রানা জানান, অগ্নিকান্ড ২টি গরু ৮ টি ছাগলের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং ১টি ছাগল মারা যায়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী ফজলুর রহমান জানান, স্হানীয় জনগণের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও অগ্নিকাণ্ডে গোয়ালঘর, পাট, গরু ও ছাগল পুড়ে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়ে তিনি সরকারি সহযোগিতা কামনা করেছেন।