মেহেরপুরের গাংনীতে আলগামন (স্যালো ইঞ্জিন চালিত গাড়ি) ও মোটরসাইকেল ও পাখি ভ্যানের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক ৩ আরোহীরা। বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে গাংনী- সাহারবাটি সড়কে চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- উপজেলার গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের ভিটাপাড়ার বাদল হোসেনের ছেলে লিখন (১৬), একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (১৫), আনারুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৫), সাহারবাটি গ্রামের মাঠপাড়ার মতলেব হোসেনের ছেলে আহসান (৪০), একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাসিবুল ইসলাম (২২), মুসা কলিমের ছেলে আলী হোসেন (২৪) ও মোতালেব হোসেনের ছেলে মাসুম হোসেন (৩৪)।
স্থানীয়রা জানায়, সাহারবাটির দিক থেকে একটি আলগামন গাড়ি গাংনীর দিকে আসছিল। গাড়িটি গাংনী পৌর এলাকার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আলগামনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানের পিছনে ধাক্কা দিয়ে পাকা রাস্তার উপরে সিটকে পড়ে চালকসহ আরোহীরা গুরুতর আহত হয়।
অপরদিকে, মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে থেমে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে চালকসহ যাত্রীরা আহত হয়। এ দুর্ঘটনায় মোটরসাইকেল ও পাখি ভ্যানটিও দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। মোটরসাইকেল আরোহী পারভেজ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।