করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি অবনতির কারণে ১৪ এপ্রিল তারিখ ২০২১ তারিখ ভোর ৬ঃ৩০ থেকে ২১ এপ্রিল ২০২১ মধ্যরাত পর্যন্ত ১৩টি বিধি-নিষেধ আরোপ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত ১২ এপ্রিল সারা দেশে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। করোনাভাইরাস এর বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ণিত এরই ধারাবাহিকতায় আজ ২০/০৪/২০২১ ইং তারিখ মঙ্গলবার আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধি-নিষেধ আরোপের সময়সীমা ২১ এপ্রিল ২০২১ তারিখ মধ্যরাত থেকে বর্ধিত করে ২৮ এপ্রিল ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ কার্যক্রমের সফল বাস্তবায়নে গাংনী উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ডে বিভিন্ন যানবাহনের চালক ও মাস্ক বিহীন পথচারীদের করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও কয়েকজন মোটরসাইকেল চালক এবং পথচারীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়। নির্ধারিত তারিখ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নূর ই আলম সিদ্দিকী ও গাংনী থানা পুলিশের একটি বিশেষ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।
বিকেলে গাংনী থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। এ সময় গাংনী থানা পুলিশের সেকেন্ড অফিসার হাবিবুর রহমান, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনসহ পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।