মেহেরপুরের গাংনীতে একাধিক গ্রামে আগুনে পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেই সাথে আগুনে ঝলসে সাহারুল নামের একজন মারাত্মকভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে মজিরউদ্দিনের ছেলে ইদ্রিস আলীর বিচালী পালাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের প্রায় ঘণ্টাব্যাপি প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ হাজার টাকা। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় রক্ষা পেয়েছে আরো আড়াই লক্ষ টাকার মালামাল।
অপরদিকে, উপজেলার কাজিপুর গ্রামের পোস্ট অফিস পাড়ায় আবু হোসেনের ছেলে ছানারুল ইসলাম, সহোদর মিনারুল ইসলাম ও প্রতিবেশী নবীর উদ্দিনের ছেলে দবির উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের প্রায় ঘন্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ছানারুল ইসলামের নগদ ৯০ হাজার টাকাসহ ঘরবাড়ির সমস্ত মালামাল, সহোদর মিনারুল ইসলামের ঘরবাড়িসহ সমস্ত মালামাল ও দবির উদ্দিন এর বাড়িতে ঘরের আংশিক মালামালের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় আগুন নেভাতে গিয়ে সাহারুল ইসলাম নামের এক ব্যক্তির দু’হাত আগুনে ঝলসে গিয়ে আহত হন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের কাজের জন্য ছানারুল ইসলাম গতকাল ব্যাংকে থেকে ৯০ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে রাখে। আগুনের ওই টাকাগুলোও পুড়ে যায়। বর্তমানে তার ঘর ও ঘরের মধ্যে থাকা সমস্ত মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। তিনি স্থানীয় ও সরকারি সহযোগিতা কামনা করেছেন।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, উপজেলার সহড়াবাড়িয়া ও কাজিপুর গ্রামে অগ্নিকাণ্ডে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প্রচেষ্টায় আরো রক্ষা পেয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল।