বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত মেহেরপুরে ভিড় বেড়েছে পুরাতন কাপড়ের দোকানগুলোতে গাংনীর ইটভাটা গুলোতে পুড়ছে গড়ে প্রতিদিন ২০ হাজার মন কাঠ, পরিবেশের জন্য হুমকি, রয়েছে স্বাস্থ্য ঝুঁকি গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু গাংনীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত মেহেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার  গাংনীতে অস্ত্র, গুলি ও সরকারি কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক গাংনীতে  পানিতে ডুবে শিশুর মৃত্যু মেহেরপুরে তিন ডাকাত আটকের ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং গাংনীতে আলাদা অভিযানে ২২ কেজি গাঁজা, ফেনসিডিল ও নগদ অর্থসহ আটক-৪

গাংনীতে  কৃষকের পটলক্ষেত কর্তণের অভিযোগ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৬৮০ বার পঠিত
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের তেতুঁলবাড়িয়া গ্রামের পাকশী মাঠে দুই কৃষকের পটলক্ষেত কর্তণের অভিযোগ উঠেছে । শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে  জানা গেছে, তেঁতুলবাড়ীয়া গ্রামের মৃত আ: কাদের ও তার ছেলে জাহাঙ্গীর হোসেন বংশ পরম্পরায় দীর্ঘ প্রায় ৭০ বৎসর ধরে ৮৪ শতক জমি ভোগ দখল করে আসছেন।
প্রায় ১০ বৎসর আগে একই এলাকার মৃত জলিল হোসেনের ছেলে আমিরুল ইসলাম ও মৃত জীবন আলীর ছেলে হাসেমকে ২৪ কাঠা জমি বর্গা দেয়া হয়। গত দুই মাস আগে স্থানীয় ভূমি অফিসে ওই জমির খাজনা দিতে গেলে তারা জানতে পারে একই গ্রামের মহন আলী, মনোরদ্দিন, বদরুল আলম ভাদু, পতন আলী ৮৪ শতক জমির মধ্যে ৪২ শতক জমি খারিজ করেছে।
জাহাঙ্গীর হোসেনের ৮৪ শতক জমি একই গ্রামের মহনের ছেলে আশাদুল, সোনাতনের ছেলে আজগোর, তাহের, হযরতের ছেলে লিটন হোসেন, মৃত আইবের ছেলে মজনু, রফিকের ছেলে শফি, দুলাল হোসেনের ছেলে শাহার, মৃত জানবারের ছেলে খলিলুর, হযরত, সোনাতন সকলে পটলক্ষেত কেটে দিয়ে জমি দখল নেওয়ার পাঁয়তারা করে।
খাজনা দিতে গিয়ে জাহাঙ্গীর গাংনী উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) নাজমুল আলমের বরাবর খারিজ বাতিলের একটি আবেদনের বিষয়ে জানতে পারেন। আবেদনের পেক্ষিতে গত ০৪ অক্টোবর বুধবার সকাল ১০ টার সময় ভূমি অফিসে হাজির হয়ে জাহাঙ্গীর হোসেন রের্কডীয় মালিক  জকিরন বিবির নিকিট থেকে ক্রয়কৃত দলিলসহ অন্যন কাগজ পত্র প্রদর্শন করে। অন্যদিকে প্রতিপক্ষরা  তাদের নামজারি প্রমাণাদি ছাড়া অন্য কোন কাগজ পত্র দেখাতে পারেনি।
উভায় পক্ষর কাগজ পত্র দেখে।  গাংনী উপজেলা সহকারী কমিশনার( ভুমি) নাজমুল আলম  আগামী অক্টোবর ১৮ তারিখের মধ্যে পৃর্ণ তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন ভুমি অফিসকে নির্দেশ দেন।
জমির মালিক  জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলা ভূমি অফিসে মামলা চলমান রয়েছে তারপরও প্রতিপক্ষরা সহকারী কমিশনার ভূমি এর নির্দেশ অবমাননা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই জমিতে থাকা পটলক্ষেত কর্তন করেছে। তিনি এর সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী কৃষক আমিরুল ইসলাম ও হাশেম আলী তাদের পটলক্ষেত বিনষ্টে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
প্রতিপক্ষ হযরত আলীর নিকট থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি অজুহাত দেখিয়ে কোন বক্তব্য দিতে চাননি।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলু রহমান জানান, কৃষকের ফসল কাটার অভিযোগ শুনেছি ঘটনা স্থলে তদন্ত করার জন্যে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo