২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগ মোমবাতি প্রজ্বলন করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্বলন করা হয়। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে শহীদ মিনারের পাদদেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।