মেহেরপুরের গাংনীতে ৫শ’ গ্রাম গাঁজাসহ জোসেফ রোজারিও (৫২) নামের এক ভ্যানচালককে আটক করেছে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে চৌগাছা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। আটককৃত জোসেফ রোজারিও চৌগাছা গ্রামের প্লেমেন্ট রোজারিও এর ছেলে।
মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের খ্রিষ্টানপাড়া এলাকায় তার নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে জোসেফ রোজারিও নামের এক ভ্যানচালককে আটক ও তল্লাশি করে তার বসতবাড়িতে সানসেটের উপর থেকে পলিথিন কাগজে মোড়ানো ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত জোসেফ রোজারিও এর বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।