মেহেরপুরের গাংনীতে মদিনা ট্যাংকি বহনকারী ট্রাকের ধাক্কায় মকলেচুর রহমান বান্টু (৬০) নামের এক সার্ভেয়ার (আমিন) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে গাংনী-সাহারবাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। মকলেচুর রহমান বান্টু উপজেলার সাহারবাটি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী কেআরএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলী জানান, তিনি স্কুল শেষে নিজ বাড়ি গোপালনগরে ফিরছিলেন। পথিমধ্যে সাহারবাটি- গাংনী সড়কে মোটরসাইকেল চালক ও তার পিছনে পিছনে মদিনা ট্যাংকি ভর্তি একটি ট্রাক সাহারবাটি গ্রামের দিকে যেতে দেখেন। মোটরসাইকেল চালক পিএসকেএস খামার ও প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় পৌঁছালে মদিনা ট্যাংকি ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক পাকা রাস্তার উপরে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত লেগে গুরুতর আহত হয়।

পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্সে তোলার পর গাংনী হাসপাতালেই মারা যান তিনি।
ড্রাইভার আলামিন ও হেলপার নাহিদ পালিয়ে গেলেও দুর্ঘটনার সাথে জড়িত ট্রাকটিকে এলাকাবাসী আটক করে পুলিশ সোপর্দ করেন। ট্রাকের নাম্বার- ঢাকা মেট্রো অ ১১-৫১১৭

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।