মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রাম থেকে ইয়ারুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (০২/০৮/২০২১ ইং) তারিখ দুপুর আড়াইটার দিকে উপজেলার দেবীপুর এলাকা থেকে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত ইয়ারুল ইসলাম উপজেলার কল্যাণপুর গ্রামের উত্তরপাড়ার মৃত মনসুর আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নি:) মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই (নি:) মাহতাব উদ্দিন, এএসআই হেলাল উদ্দিন, এএসআই আহসান হাবীবসহ সঙ্গীয় ফোর্স উপজেলার দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ইয়ারুল ইসলাম (৩৭)কে আটক করেন। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।