মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে সেন্টু মিয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (২২/০৮/২০২১) উপজেলার বামন্দি গ্রামের চেরাগীপাড়া এলাকা থেকে রাত সাড়ে ১১টার দিকে ০৬ (ছয়) পিস ইয়াবা ও ০৩ (তিন) গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৯শত টাকাসহ তাকে আটক করা হয়। আটককৃত সেন্টু মিয়া বামন্দি গ্রামের চেরাগীপাড়ার মৃত ছবকুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি গ্রামের চেরাগী পাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই রুবেল আহমেদ, এএসআই (নি:) আহসান হাবীব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সেন্টু মিয়াকে ০৬ (ছয়) পিস ইয়াবা ও ০৩ (তিন) গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৯শত টাকাসহ তাকে আটক করেন। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও ১১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।