মেহেরপুরের গাংনীতে আঃ সালাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার সকালের দিকে উপজেলার গোপালনগর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। আঃ সালাম গোপালনগর দক্ষিণ পাড়ার নবীছদ্দিনের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলার কড়ুইগাছি স্কুলপাড়ার মৃত দুলাল হোসেনের ছেলে আকাশ জানায়, সকালে আঃ সালাম তার ভ্যানযোগে মাঠ থেকে ধান নিয়ে আসছিল। এ সময় ২/৩ লোক এসে আঃ সালামকে গোপালনগর হালসনার মোড় নতুন মসজিদ এলাকায় নিয়ে গিয়ে লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।
আঃ সালামের পিতা নবীছদ্দিন জানান, গত দুই থেকে আড়াই মাস আগে আঃ সালামের পুকুরে কে বা কাহারা বিষ দিয়ে প্রায় ৪ লক্ষ টাকার মাছ মেরে দেয়। এ বিষয়ে গ্রামের কেহ কেহ ইদ্রিস আলীর ছেলে রানাকে মিথ্যা কথা বলে আঃ সালামের উপর বিষিয়ে তোলে। এরই জের হিসেবে গোপালনগর গ্রামের খেড়ুর ছেলে ইমরান (৩০), ইদ্রিস আলীর ছেলে রানা (৩০) ও মৃত হাবিবের ছেলে জামাল উদ্দিন (৫০) সোমবার সকালে আঃ সালামকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জানান, লোহার রডের আঘাতে আঃ সালামের ডান হাতের কব্জির মধ্যে হাড় ভেঙে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।