মেহেরপুরের গাংনীতে ধানের শীষের পক্ষে আমজাদ হোসেনের সমর্থনে পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল পাঁচ টার দিকে উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে এ পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন।

তিনি পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন কেন্দ্রীয় বিএনপি আমাকে মেহেরপুর ২ (গাংনী) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়ে যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা শুধু আমার প্রতি নয় এই এলাকার প্রতিটি নেতাকর্মীর প্রতি আস্থার প্রতীক।
তিনি আরো বলেন, আমাদের সামনে একটি মহাযুদ্ধ, গণতন্ত্রের পুনরুদ্ধারের যুদ্ধ, মানুষের ভোটাধিকার ফেরানোর যুদ্ধ। এই যুদ্ধে কোনো একক ব্যক্তি নয়, পুরো সংগঠনকেই একযোগে লড়তে হবে। মনোনয়ন আমি পেয়েছি, কিন্তু প্রার্থী আমি একা নই আমাদের দলের প্রতিটি নেতা, প্রতিটি কর্মীই আজ এই আসনের প্রকৃত প্রার্থী।

আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই, আমরা সবাই একে অপরের সহযোদ্ধা। কেউ কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ব্যক্তিগত মতভেদ, ক্ষোভ বা ভিন্নমত যদি থেকেও থাকে এই মুহূর্তে আমাদের সেগুলো ভুলে যেতে হবে দেশের স্বার্থে, দলের স্বার্থে।
আমাদের লক্ষ্য একটাই এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা। এই বিজয়ই হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিজয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের বিজয়, এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনার বিজয়।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের প্রত্যেকের পরিশ্রম, ত্যাগ ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। এই নির্বাচন কেবল আমার নয়, এটি আমাদের সবার সংগ্রাম, আমাদের সবার গৌরব।
তারুণ্যের প্রতিক আপনার আমার প্রাণ প্রিয় নেতা তারেক রহমানকে আগামীতে দেশের প্রধানমন্ত্রী করার লক্ষ্যে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন থেকে বিপুল ভোটের ব্যবধানের মধ্যে দিয়ে ধানের শীষে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

চলুন, মাঠে নামি ঐক্যের শক্তিতে, মানুষের ভালোবাসা নিয়ে, এবং ধানের শীষের পতাকা উঁচিয়ে বলি
জয় হোক ধানের শীষের, জয় হোক এলাকার সকল শ্রেণী পেশার মানুষের।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরাদ আলী, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম,

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হিন্দা গ্রাম ওর্য়াড কমিটির সভাপতি শাহজাহান প্রমূখ।
এ সময় ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের কোষাধ্যক্ষ নুর ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে তেতুলবাড়িয়া বাজার থেকে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।