মেহেরপুরের গাংনীতে নবাগত ইউএনও মৌসুমী খানম যোগদান করেছেন। মঙ্গলবার সকালে তিনি প্রথম কর্মদিবস এর কার্যক্রম শুরু করেন। এর আগে সোমবার ১৭/০৫/২০২১ ইং তারিখে বদলি জনিত কারণে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর নিকট থেকে দায়িত্বভার গ্রহন করেন। নবাগত ইউএনও মৌসুমী খানম ৩০ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের সদস্য। এর আগে তিনি মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। নবাগত ইউএনও এর প্রথম কর্মদিবসে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন। নবাগত ইউএনও মৌসুমী খানম উপজেলা প্রশাসনের সকল কার্যক্রম সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।