বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা গাংনীতে স্কুলের সিঁড়ি থেকে দুইটি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইউএনও প্রীতম সাহার বদলি বাতিলের দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন গাংনীতে ইউএনও প্রীতম সাহার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন গাংনীতে ভুট্টা ক্ষেতে পড়েছিল অজ্ঞাত অর্ধগলিত এক ব্যক্তির লাশ গাংনীর কৃতি সন্তান খালেদুজ্জামান জুয়েল বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন  মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা এ্যাড. আব্দুস সালাম গ্রেফতার গাংনীতে অবিকল মানুষের মতো দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল! গাংনীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ লাল্টু আটক  গাংনীর সাবেক এমপি খোকনকে প্রধান আসামি করে অজ্ঞাতসহ মোট ২০০ জনের নামে মামলা

গাংনীতে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৭০২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার ভোর ৬ টার দিকে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সরকারি- বেসরকারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন।

সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সহকারী কমিশনার(ভূমি) নুর-ই-আলম সিদ্দিকী, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ রাশেদুল হক জুয়েল, পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,গাংনী আওয়ামী যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা জাপা সভাপতি আব্দুল হালিম।

এ সময় গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সূর্যোদয় স্কুল এন্ড কলেজ এর পরিচালক আবুল কাশেম অনুরাগী, কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo