মেহেরপুরের গাংনীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে গাড়াডোব গ্রামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ লিফলেট বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এর নেতৃত্বে গাড়াডোব গ্রামের বাজারসহ বিভিন্ন পাড়ায় এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন এডাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি রিপন হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ন্যায়, উন্নয়ন ও জনগণের কল্যাণমুখী একটি সুসংগঠিত ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাচ্ছি। এই দফাগুলো কেবল কাগুজে প্রতিশ্রুতি নয় এগুলো একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক ব্যবস্থাপনার ভিত্তি। সকলের সহযোগিতা ও সদিচ্ছা থাকলে ৩১ দফা বাস্তবায়ন আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আসুন, আমরা সবাই মিলেই এই অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে আসি।” তিনি আগামী ১৩ তম সংসদ নির্বাচনে সকলকে ধানের শীষ মার্কা প্রতীককে বিজয়ী করার জন্য আহ্বান জানান।