সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার না করায় মেহেরপুরের গাংনী বাজারের ৭ দোকান মালিককে ৫শ টাকা করে ৩ হাজার ৫টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে গাংনী বাজারের বিভিন্ন শপিংমলে অভিযান চালিয়ে ব্যবসায়ী ও ক্রেতা সকল সরকারি নির্দেশনা লংঘন করে মাস্ক ব্যবহার না করায় এ জরিমানা ও করোনা ভাইরাস ও ওমিক্রণ নিয়ন্ত্রণে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করণে সচেতন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। সরকারি নির্দেশনা বাস্তবায়নের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাকিম নাজমুল আলম।
এসময় গাংনী থানা পুলিশের এস আই রাতুল এর নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।