মেহেরপুরের গাংনীতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করেছে ৭৪, মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বুধবার সকাল ১০ টার দিকে গাংনী আলিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা চত্বর থেকে প্রায় এক হাজার হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত হতদরিদ্রের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় এমপি সাহেবের জ্যৈষ্ঠ পুত্র সাদি উজ জামান সাইফ, কনিষ্ঠ পুত্র সামি উজ জামান সামি, অ্যাম্বাসেডর সবুজ আহম্মেদ, একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেচুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।