মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে স্কুলের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার গাংনীর চাঁদপুর গ্রামে ধর্ষণের অভিযোগে আটক ১ গাংনীর বাদিয়াপাড়া গ্রামে চিরকুটসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন গাংনীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মেহেরপুরের মুজিবনগর সীমান্তে নারী ও শিশুসহ ৩০ জন পুশব্যাক  গাংনীতে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু গাংনীতে নারীকে উত্ত্যক্ত করার অপরাধে আল- আমিনকে ১৫ দিনের জেল গাংনীতে হারভেস্টার মেশিনে রবি মৌসুমে ধান কর্তনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন  গাংনীতে জুম্মার নামাজের সময় চারটি মোটরসাইকেল চুরি 

গাংনীতে শেখ রাসেলের ৫৮ তম জন্ম দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৬৪৯ বার পঠিত

সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতেও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়। সকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় বাংলাদেশ পুলিশ গাংনী থানা, গাংনী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, আনসার ও ভিডিপি শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। অতিথি ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান।

“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তফা জামান, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন।


“শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু- কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে।” উল্লেখ করে শেখ মুজিবুর রহমান পরিবারের অন্যান্য সদস্যের খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ বিচারের দাবি জানান।

এ সময় গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার, উপজেলা আনসার ভিডিপি অফিসার উর্মিলাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম হয়েছিল শেখ রাসেলের। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে জাতির পিতাকে সপরিবারে হত্যার করে যে ঘাতক চক্র, ১১ বছরের শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র রাসেলও রেহাই দেয়নি তারা।

তখন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। শেখ হাসিনা এখন টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo