মেহেরপুরের গাংনীতে শোকাবহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসসহ আরো কয়েকটি দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, আগস্ট মাস একটি শোকাবহ মাস। এ মাসের ৫ই আগস্ট বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী, ৮ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’র ৯২ তম জন্মবার্ষিকী এবং ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু’র ৪৭ তম শাহাদাৎ বার্ষির্কী ও জাতীয় শোক দিবস। এ দিবস গুলো যাতে যথাযথ মর্যাদায় পালন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন কর্মসুচির দিনক্ষণ ঠিক করে সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।
এ সময় মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌর মেয়র আহমেদ আলী, গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এঁর প্রতিনিধি, জাতীয় পার্টি (জাপা)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম সেলিমসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।