মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাইফুল রেজা ওরফে মহাজন (৩৫) নামের এক হার্ডওয়্যার সামগ্রী ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের পোড়াপাড়া গ্রামের হঠাৎ পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাজন মেহেরপুর পুলিশ লাইনপাড়ার টুকু হোসেনের ছেলে।
নিহতের চাচাতো ভাই আমজাদ হোসেন জানান, সাইফুল রেজা মহাজন পলিথিন, গ্রীস, গিয়ার অয়েল, মবিল, হার্ডওয়্যার সামগ্রী পাইকারি ও খুচরা ব্যবসায়ী। তিনি মেহেরপুর চুয়াডাঙ্গার বিভিন্ন বাজার এলাকায় মালামাল খুচরা ও পাইকারি বিক্রি করে থাকেন। প্রতিদিনের মত আজও তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে গাংনী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় মালামাল বিক্রি করে রাত সাড়ে সাতটার দিকে নিজেই আলমসাধু গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পোড়াপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনায় নিহত হন। পথচারীরা গাংনী থানা পুলিশ ও তার পরিবারকে খবর দেন। সংবাদ পেয়ে গাংগী থানা পুলিশের একটি টিম এসে মরদেহ উদ্ধার করে গাংনী থানায় নিয়ে যায়।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কিভাবে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।