মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় তন্ময় (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। সেই সাথে তার বন্ধু ফিরোজুল ইসলাম (২০) মারাত্মক ভাবে আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তেঁতুলবাড়িয়া কড়ুইতলা হতে হিন্দা তালসারি মাঠের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দহেরপাড়ার কাফিরুল ইসলামের ছেলে ও তার বন্ধু ফিরোজুল একই এলাকার এনামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তন্ময় ও ফিরোজুল তেঁতুলবাড়িয়া কড়ুইতলা হতে হিন্দা তালসারি রাস্তায় যাওয়ার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে দু”জনেই মারাত্মক আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলার করমদি সন্ধানী হাসপাতালে নিয়ে যায়, অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া যাওয়ার পথে মিরপুর নামক স্থানে তন্ময় মারা যায়। নিহতের বন্ধু ফিরোজুল ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর মারা গেছে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।