মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

গাংনীতে সিঁড়ির নিচে থাকা মোটরসাইকেলে আগুন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৯৬৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নিজ বাড়ির সিঁড়ির নিচে থাকা প্রবাসী শরিফুল ইসলাম (২৫) এর অ্যাপাচি আরটিআর ১৬০সিসি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। প্রবাসী শরিফুল ইসলাম উপজেলার মটমুড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে।

শরিফুল ইসলামের স্ত্রী চুমকি খাতুন জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঘরে ধোঁয়া ও প্লাস্টিক পোড়া গন্ধে তার ঘুম ভেঙে যায়। তিনি তার শ্বাশুড়ীকে ঘুম থেকে ডেকে সিঁড়ি ঘরের নিচে মোটরসাইকেলটি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মোটরসাইকেলটির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো জানান তার শ্বশুর নাহারুল ইসলাম এ বিষয়ে গাংনী থানায় অভিযোগ করতে গেছেন।

পূর্বশত্রুতার জেরে কোন ব্যক্তি এ কাজটি করেছে কিনা ? এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান। শত্রুতামূলক এ কাজটি কেহ করেছে নাকি বৈদ্যুতিক শটসার্কিট থেকে ঘটনাটি ঘটেছে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন।

গাংনী অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo