মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাজীপুর আলম বাজার কবরস্থান সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মোরশেদ রহমান পিএসসি, রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- নিশিপুর ক্যাম্পপাড়ার মোয়াজ্জেম আলীর ছেলে মাসুদ রানা (২৩) ও কাজিপুর বুড়িপোতাপাড়ার মঙ্গল আলীর ছেলে জুনায়েদ আলী (২৩)।
বিজিবি সূত্রে জানা গেছে, সিভিল সোর্সের মাধ্যমে খবর পেয়ে বিজিবির টহল দল কাজীপুর আলম বাজার কবরস্থান এলাকায় অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে মাসুদ রানা ও জুনায়েদ আলীকে আটক করেন। তবে তাদের সহযোগী সুমন আলী (২২) ও মোঃ মানিক মিয়া (২৮) পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে মাসুদ রানার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১০০ গ্রাম হেরোইন এবং জুনায়েদ আলীর বাম পকেট থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য দুই লাখ টাকা এবং ট্যাপেন্টাডলের মূল্য প্রায় তিন হাজার টাকা।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। একটি TVS Apache RTR 160 এবং অন্যটি TVS Apie KIN মডেলের মোটরসাইকেল বলে জানা গেছে।
বিজিবির উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা পলাতক আসামীদের সহযোগিতায় হেরোইন ও ট্যাপেন্টাডল বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
আটক দুইজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক শারীরিক পরীক্ষা শেষে থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার (৫ অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।