শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

গাংনীতে ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাচ্ছে কোভিড-১৯ (ফারজার) টিকা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬৬৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দমশ শ্রেণীর শিক্ষার্থীদের কোভিড-১৯ (ফাইজার) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে এ কার্যক্রম শুরু হঃয়। কার্যক্রমের আওতায় ০২ জানুয়ারী হতে ১৫ জানুয়ারী পর্যন্ত পর্যায়ক্রমে ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ টিকাদান অব্যাহত থাকবে। তন্মধ্যে আজ ৮টি প্রতিষ্ঠানের ১ হাজার ৬ শত ৬৫ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো- লৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থী, চিৎলা মাধ্যমিক বিদ্যালয় ৩০০ জন, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫০ জন, বিডি মাধ্যমিক বিদ্যালয় ১১৫ জন, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫০ জন, এইচ এম এইচ ভি মাধ্যমিক বিদ্যালয় ১০০ জন, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় ২৫০ জন এবং সানঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন।

লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন কোমলমতি শিক্ষার্থীদেরকে এ (ফারজার) টিকা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে তিনি টিকাদান কার্যক্রম পরিচালনা জন্য স্বাস্থ্য বিধি মানার বিষয়ে আরও আন্তরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন। একই কথা জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশিদ জানান, ১২-১৭ বছরের প্রত্যেকটি শিক্ষার্থী এ (ফারজার) টিকা গ্রহণের সুযোগ পাচ্ছে। কেবলমাত্র নির্দিষ্ট তাপমাত্রার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে (ফারজার) টিকা দেয়া সম্ভব হচ্ছে না। তাই গাংনী পৌরসভা তাদের একটি এসি রুম টিকাদান কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন সে জন্য তিনি পৌর মেয়র আহম্মেদ আলীকে ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া স্বাস্থ্যবিধি ও শৃংখলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo