মেহেরপুরের গাংনীতে আদালতের নির্দেশনার তোয়াক্কা না করে বাড়ির পাশে তারের বেড়া উপড়ে ফেলে প্রায় ২৫-৩০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলাসহ প্রবাসীর স্ত্রী হ্যাপি খাতুনের ওপর হামলার অভিযোগে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে আড়পাড়া পূর্বপাড়ার মৃত মুনসাদ আলী মোল্লার ছেলে মহাসিন আলী মোল্লা, বড় ছেলে জান মোহাম্মদ ছোট ছেলে মহব্বত আলীসহ ৭ জনের ওপর।
অভিযুক্ত মহব্বত আলী নারীর ওপর হামলার অভিযোগ মিথ্যা দাবি করে বলেন আমি আমার নিজের জমিতে গাছ কেটেছি।
সরেজমিনে গিয়ে জানাযায়, গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের পূর্বপাড়ায় প্রবাসী ঝন্টু’র সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত তার প্রতিবেশী মহাসিন আলী মোল্লা, জান মোহাম্মদ ও মহব্বত আলী গং দের এর সাথে দ্বন্দ্ব চলে আসছে। এনিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে দু’পক্ষের মধ্যে একাধিক মামলার ঘটনাও ঘটে। আড়পাড়া মৌজায় ২৬৯৮ দাগের মোট জমি এক একর চার শতক। ঝন্টু সাড়ে ৬১ শতক জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। তন্মধ্যে সাড়ে ২৮ শতক জমির পক্ষে রায় পেয়ে বিভিন্ন প্রজাতির গাছ ও তারকাটার বেড়া দিয়ে সীমানা ঘিরে রাখে। জমির বাকি অংশের জন্য আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা ও প্রতিপক্ষের হামলার শিকার হন প্রবাসী ঝন্টুর স্ত্রী হ্যাপি খাতুন। এ সময় জোরপূর্বক ২৫-৩০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে প্রতিপক্ষ মহব্বত আলী গংয়ের বিরুদ্ধে। এরপর হ্যাপি খাতুন বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় তারের বেড়া উপড়ে প্রায় ২৫-৩০ টি বিভিন্ন প্রজাতির গাছ কাটা অবস্থায় পড়ে আছে। অভিযোগকারিণীর পরিধানের বস্ত্র ছেঁড়া অবস্থায় দেখা গেছে।
স্থানীয় লাল মহম্মদ জানান প্রতিপক্ষ মহব্বত আলীসহ একটি সঙ্গবদ্ধ দল জোরপূর্বক বেড়া উপরে দিয়ে ২৫-৩০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে। সেই সাথে প্রবাসী ঝন্টু আলীর স্ত্রীর উপর হামলা করেছে। এ সময় বাধা দিতে গেলে খুন খারাবীর ঘটনা ঘটে যেত। তাই প্রতিবেশীরা কেউ এগিয়ে আসে নাই। একই কথা জানিয়েছেন স্থানীয় বকুল হোসেন ও তার স্ত্রী ফাহিমা খাতুন। স্থানীয়রা আরোও জানান, বিষয়টি নিয়ে সামাজিক ভাবে স্থানীয় জনপ্রতিনিধের নিয়ে দফায় দফায় সামাধানের লক্ষে সালিশী বৈঠক করেও সৃষ্ট সমস্যার কোন সমাধান করা সম্ভব হয়নি।
অভিযুক্ত মহব্বত আলী জানান, নালিশি জমি আমার তাই নিজের জমিতে আমি গাছ কেটেছি। প্রবাসী ঝন্টু ও তার পরিবার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করছে।