মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়িয়া গ্রামে গলায় দড়ি দিয়ে সুমী খাতুন (৪০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর বেলার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। দুই পুত্র সন্তানের জননী সুমী গাঁড়াবাড়িয়া গ্রামের কৃষক মাসুদ রানার স্ত্রী।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, সুমীর বড় ছেলে শাহরিয়ার সাফিন সোমবার দিবাগত রাতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে দেরী করে বাড়ি ফিরে। এ কারণে সুমী তার ছেলেকে বকাবকি করেন। পরে রাতে দু’ছেলের সাথে একই ঘরে ঘুমিয়ে পড়েন সুমী। সকালে তার ছেলেরা ঘুম থেকে জেগে দেখে মায়ের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলছে। ছেলেকে মারার কারণে বিবেকের তাড়নায় সে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারণা।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, আত্মহত্যার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।