মেহেরপুরের গাংনীতে বৃহস্পতিবার রাতে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী আনিসুর রহমান (৫৫) মারাত্মকভাবে আহত হন। পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি দেখা দিলে থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও ক্রমশ তার অবস্থার অবনতি দেখা দেওয়ায় তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বিকেল সোয়া ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। আনিসুর রহমান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও পৌর এলাকা ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের মোল্লাপাড়ার আবুল কাশেম মোল্লার ছেলে।
আজ রোববার বেলা ১১টার দিকে গাংনী সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে চৌগাছা কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আনিসুর রহমান তার বাড়ির সামনে হাটাহাটি করছিলেন। এ সময় ১৩৫ সিসি লাল রঙের ডিসকভার মোটরসাইকেল যোগে সোহেল বন্ধু শাওনকে সাথে নিয়ে গাংনী বাজার থেকে দ্রুত গতিতে সাহারবাটি দিকে যাচ্ছিল। পথচারী আনিসুর রহমানের বাড়ির নিকটে পৌঁছালে চালক সোহেল মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুর রহমানকে পিছন দিক থেকে ধাক্কা দিলে আনিসুর রহমান, সোহেল ও শাওন ঘটনাস্থলে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আনিসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড করা হয়। আনিসুর রহমানের অবস্থার ক্রমশ অবনতি দেখা দিলে তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।