মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত মেহেরপুরে ভিড় বেড়েছে পুরাতন কাপড়ের দোকানগুলোতে গাংনীর ইটভাটা গুলোতে পুড়ছে গড়ে প্রতিদিন ২০ হাজার মন কাঠ, পরিবেশের জন্য হুমকি, রয়েছে স্বাস্থ্য ঝুঁকি গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু গাংনীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত মেহেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার  গাংনীতে অস্ত্র, গুলি ও সরকারি কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক গাংনীতে  পানিতে ডুবে শিশুর মৃত্যু মেহেরপুরে তিন ডাকাত আটকের ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং গাংনীতে আলাদা অভিযানে ২২ কেজি গাঁজা, ফেনসিডিল ও নগদ অর্থসহ আটক-৪

গাংনীর ৪ ভাটায় সন্ত্রাসীদের তান্ডব। জিম্মি করে শ্রমিকদের মারধর, চাঁদা দাবি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৭৩৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীর চারটি ইট ভাটায় শ্রমিকদের জিম্মি করে মারধর করেছে সন্ত্রাসীরা। চাঁদা পরিশোধ না করা পর্যন্ত ইটভাটাগুলো বন্ধ রাখার হুমকি দিয়েছে তারা। সোমবার গভীর রাতে সন্ত্রাসীরা ইটভাটায় হানা দিয়ে শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও তাদের সাথে মালিকপক্ষকে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিয়ে গেছে।

সরেজমিনে বিভিন্ন ইটভাটায় গিয়ে জানা গেছে, গভীর রাতে যখন শ্রমিকরা ইট পোড়ানোর কাজে নিয়োজিত ছিলেন সে সময় ৪ জন সশস্ত্র সন্ত্রাসী প্রথমে থানা রোডে পান্না ব্রিকসকে হানা দেয়। এসময় ইট পোড়ানোর শ্রমিকদের জিম্মি করে মারধর করে। পর্যায় ক্রমে পার্শ্ববর্তী পায়রা ব্রিকস, টু স্টার ব্রিকস ও এএসবি ব্রিকসে হানা দিয়ে তাণ্ডব চালায়।
এএসবি ব্রিকস স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, সন্ত্রাসীরা হানা দিয়ে শ্রমিকদের জিম্মি করে মারধর করে। ফরিদপুর থেকে খড়ি নিয়ে আসা ট্রাকের সামনের গ্লাস ভেঙে দেয় এবং ড্রাইভারের নিকট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। সন্ত্রাসীরা চারটি ইটভাটাতেই কাগজে লিখে একটি মোবাইল নাম্বার দিয়ে গেছে। চাঁদা পরিশোধ না করা পর্যন্ত ইটভাটা বন্ধ রাখতে হুমকি দিয়ে গেছে সন্ত্রাসীরা। বিষয়টি নিয়ে ইটভাটাগুলোতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে আজ সকাল থেকেই ইটভাটার কার্যক্রম চালু থাকলেও রাতে শ্রমিকরা আর কাজ করতে চাইছে না।
আহতরা শ্রমিকরা হলো – টু-স্টার ইটভাটার সাজেদুল ইসলাম, রবিউল ইসলাম, হাকিম শেখ ও ফিরোজ আলী।
পায়রা ইটভাটার মিনারুল ইসলাম, নাজমুল হক, শমসের আলী কালু ও রন্টু।
পান্না ইটভাটার পলান।
এ এস বি ভাটার লিটন আলী, আব্দুল হান্নান ও তরিকুল ইসলাম।
ইট ভাটা মালিক হাজী মহাসিন আলী জানান, প্রায় তিন/চার বছর হতে চলল এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ ছিল। আবারো সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাছাড়া গত কয়েকদিন আগে ধানখোলা ও হাড়িয়াদহ রোড এলাকার পাশের পৌরসভার লাইটিং ব্যবস্থাটিও বন্ধ করে দেয়া হয়েছে। সরকার প্রতিবছর ইটভাটা মালিকদের কাছ থেকে বড় অংকের ইনকাম ট্যাক্স ও ভ্যাট পেয়ে থাকে। তাছাড়া ইটের সাথে সম্পর্কিত সরকারের উন্নয়ন কাজ, অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও হাজার হাজার শ্রমিকদের কর্মসংস্থান জড়িত। তারপরও বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বিভিন্ন অজুহাতে লক্ষ লক্ষ টাকা জরিমানা আদায় করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহনশীল হওয়ার অনুরোধ জানান তিনি।
বিষয়টি গোচরে আনলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনাগুলোর জিডি দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo