মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আসাদুল ইসলাম ওরফে লিটনকে প্রশাসনিক কারণে বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০/০৪/২০২১ ইং তারিখ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা’র পরিচালক (প্রশাসন) ডাঃ শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত আদেশে তাকে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক হিসেবে গোলাম কিবরিয়া প্রধান সহকারী কাম হিসাব রক্ষক এর স্থলে বদলির আদেশ দেয়। আদেশ জারির ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে ছাড়পত্র গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় ০৪ (চার) কর্মদিবস থেকে সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে এ আদেশ গণ্য হবে।
প্রসঙ্গত, আসাদুল ইসলাম লিটন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত থাকাকালীন সময়ে নানা প্রভাব খাঁটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আলোচিত লিটনের বদলির খবরে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের মধ্যে বইছে আনন্দের সুবাতাস।