মেহেরপুরের গাংনীতে ১ কেজি গাঁজাসহ খাইবার হালসোনা (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই আহসান হাবীব, মাহাতাব উদ্দিন ও হেলাল উদ্দিন অভিযান চালিয়ে খাইবার হালসোনাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে খাইবার হালসোনা নামের এক ব্যক্তিকে ১ কেজি গাঁজাসহ আটক করেন। আটককৃত খাইবার হালসোনার নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।