মেহেরপুরের মুজিবনগরে হেরোইনসহ শাওন (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেল ৩ টার দিকে দারিয়াপুর ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শাওন আলী দারিয়াপুর ঘোষপাড়ার খোকন আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবনগরের দারিয়াপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নি:) রুবেল আহমেদ এর নেতৃত্বে এএসআই (নি:) হেলাল উদ্দীন ও ইব্রাহিম বিশ্বাসসহ দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে শাওন আলী (৩৭) কে আটক করেন। এ সমিতা কাছ থেকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।