সাইফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাপড়া কবুরাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ওই পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম জানান, ঘটনার সময় সাইফুলের কাছে সার্ভিস রাইফেল ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইফুল সার্ভিস রাইফেল ঠেকিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে।
সংবাদ পেয়ে মেহেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) রাফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাইফুলের স্ত্রী ফরিদা খাতুন জানান ঘটনার পরপরই পুলিশ আমাকে সাইফুলের মৃত্যুর খবর দেয়। সাইফুলের কর্মব্যস্ততার কারণে তার পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা-সাক্ষাৎ কম হত। তাছাড়া পরিবার নিয়ে নানান দুশ্চিন্তাও ছিল। তবে কেন এভাবে নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করল তা জানি না।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুলের মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রামের বাড়িতে তার মরদেহ পাঠানো হবে।