মেহেরপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হারুন অর রশিদ (৬০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিম উদ্দিন অভিযান চালিয়ে কাঠালপোতা গ্রাম থেকে থাকে গ্রেফতার করেন। হারুন-অর-রশিদ কাঁঠালপোতা গ্রামের চাদ আলীর ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি তরিকুল ইসলাম (ভারপ্রাপ্ত)
জানান, মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন-অর-রশিদ নিজ গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এর আগে পারিবারিক জজ আদালতের বিজ্ঞ বিচারক তাকে তিন মাসেের সাজার রায় দিয়েছেন ।
মামলার রায় প্রকাশের পর থেকে সাজাপ্রাপ্ত হারুন-অর-রশিদ পলাতক ছিল। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।