মেহেরপুরে থালা হাতে নিয়ে ভিক্ষা চাইলেন উচ্ছেদ হওয়া কোর্ট মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের কাঁসাড়ি পাড়া মোড় থেকে ব্যবসায়ীরা ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় নামেন। এ সময় জেলা প্রশাসকের গাড়ি অবরোধ করে ভিক্ষা চাইলেন বিক্ষোভকারী ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। কিছুক্ষণ পর তারা গাড়িটি ছেড়ে দিয়ে ভিক্ষার থালা হাতে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে অবস্থান নেন।
হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান বলেন, মেহেরপুর জেলা প্রশাসক কর্তৃক কোনো নোটিশ ছাড়া কোর্ট মসজিদের মার্কেট উচ্ছেদ অভিযান শুরু করেন। পূর্বের জেলা প্রশাসকের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ব্যবসায়ীরা ৯৯ বছরের জন্য দোকান ঘর লিজ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের লোকজন দোকানদারদের পুনর্বাসনের চিন্তা না করে হঠাৎ করে দোকান ভাঙতে শুরু করেন। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি। ব্যবসায়ীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (০৭ জুন) মেহেরপুর শহরের কোর্ট মসজিদ মার্কেটের ২০টি দোকান ঘর উচ্ছেদ অভিযান শুরু করেন জেলা প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে ৫ দিনের কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির পূর্ব ঘোষণা অনুযায়ী দোকান বন্ধ করে থালা হাতে ভিক্ষায় নামেন ব্যবসায়ীরা। এসময় কোর্ট রোড থেকে হোটেল বাজার পর্যন্ত সব ধরনের দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।