একটি পিস্তল ম্যাগজিন ও ৪টি তাজা গুলিসহ ইমান আলী (৫৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শুক্রবার (১৫ আগষ্ট) রাত ১০ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। ইমান আলী শিবপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।
শনিবার (১৬ আগষ্ট) দুপুরে র্যাব ১২, মেহেরপুর সিপিসি ৩ অফিস কর্তৃক বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শোধমেহেরপুর সিপিসি ৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমান আলীর বাড়ির থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও চারটি গুলিসহ তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক আসামী দীর্ঘদিন ধরে জব্দকৃত অবৈধ অস্ত্রটি এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড এবং আধিপত্য বিস্তার করার জন্য সে নিজ দখলে রেখেছিল। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র এবং মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানা যায় র্যাব অফিস থেকে।
এ ঘটনায় ইমান আলীর বিরুদ্ধে মুজিবনগর থানায় অস্ত্র ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।