মেহেরপুরে প্রতারণার মামলায় সিরাজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। সোমবার (৭ ফেব্রুয়ারী) এক জনাকীর্ণ আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, ২য় আদালত মেহেরপুর আদালতের বিজ্ঞ বিচারক মোঃ তারিক হাসান এ রায় দেন। কারাদন্ড প্রাপ্ত ব্যক্তি গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের ফকির মন্ডলের ছেলে।
মামলাসূত্রে জানাযায়, উপজেলার আড়পাড়া গ্রামের মহসিন মন্ডলের ছেলে আঃ রাজ্জাকের নিকট থেকে ২০১৬ সালে এক লক্ষ টাকা গ্রহণ করে ৮০০ টাকা মাসিক ভাড়া হিসেবে একটি পাকা দোকান ঘর ভাড়া দেয় সিরাজুল ইসলাম। এ বিষয়ে উভয়ের মধ্যে চুক্তি সম্পাদন হয়। রশিদ মূলে ভাড়া গ্রহণের চুক্তি থাকলেও রশিদ না দিয়েই নিয়মিত ভাড়া গ্রহণ করতেন তিনি।
এভাবে কয়েক বছর যাবার পর সিরাজুল ইসলাম আঃ রাজ্জাককে জোর পূর্ব্বক দোকানঘর থেকে নামিয়ে দেয়।
রাজ্জাক কোন উপায় অন্তর নাদেখে জামানতের টাকা ফেরত চায়। সিরাজুল ইসলাম জামনতের টাকা ফেরত না দিয়ে হয়রানি করতে থাকো। ফলে আঃ রাজ্জাক সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালত মেহেরপুরে দঃ বিঃ ৪০৬/৪২০ ধারা মোতাবেক সিআর ২২৫/১৯ নং একটি প্রতারণার মামলা করেন। মামলা আমলে নিয়ে বিজ্ঞ আদালত ৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন।
মামলার স্বাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে দঃবিঃ ৪২০ ধারার অপরাধে সিরাজুল ইসলামকে দুই বছর সশ্রম কারাদন্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারদন্ড প্রদান করেন আদালত।
সোমবার ৭ ফেব্রুয়ারি এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন আদালতটির বিজ্ঞ বিচারক মোঃ তারিক হাসান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালত মেহেরপুর।
বিকেলে পুলিশ প্রহরায় সিরাজুল ইসলামকে মেহেরপুর জেলা কারগারে প্রেরণ করেন আদালত।