জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দিকী এরত সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপনা করেন মেডিক্যাল অফিসার ফয়সাল হারুন। সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দিকী বলেন, আগামী ১১ ডিসেম্বর থেকে চারদিন ব্যাপী এ ক্যাম্পেইন চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৮২৬১ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬১৮২১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইপিআই সুপার আব্দুস সালাম। কর্মশালায় মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন