মেহেরপুরের মুজিবনগরে-সড়ক দুর্ঘটনায় ইজারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকাল ৬ টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইজারুল ইসলাম উপজেলার দারিয়াপুর গ্রামের গ্যাজাল পাড়ার মওলা বক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শী রকিবুল ইসলাম জানান, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুরের দিক থেকে ইট ভাঙ্গার একটি গাড়ি দারিয়াপুর ও পুরন্দরপুর যাবার পথে আনন্দবাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গর্তে উল্টে মিজারুল ইসলাম মারাত্মকভাবে আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশেম ইজারুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।