মেহেরপুর ক্রিকেট উন্নয়ন ফোরাম গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফের নেতৃত্বে শুক্রবার (৩ ডিসেম্বর) মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুরের সকল বর্তমান ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে মেহেরপুর ক্রিকেট উন্নয়ন ফোরাম গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মেহেরপুরের পিছিয়ে পড়া ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে খেলার আয়োজন করার প্রসঙ্গে আদিব হোসেন আসিফ, মাহমুদুল্লাহ, অনু, জিকোসহ অনেক ক্রিকেট খেলোয়াড়রা তাদের মতামত প্রকাশ করেন এবং খুব শীঘ্রই মেহেরপুর ক্রিকেট উন্নয়ন ফোরাম গঠনের কার্যক্রম শুরু করতে আহ্বান জানান।