আসন্ন অনূর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করার লক্ষ্যে মেহেরপুর জেলার অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৮ দলের অনুশীলন শুরু হয়েছে।
মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলোনের তত্ত্বাবধানে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ক্রিকেটাররা এ অনুশীলন করছেন। মার্চ মাসের প্রথম সপ্তাহে অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মাধ্যে মেহেরপুর জেলা দলের সদস্যদের মেডিকেল সম্পন্ন হয়েছে।