মেহেরপুরের গাংনীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল্লাহ (৫২)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে তাকে উপজেলার খাসমহল গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ উপজেলার খাসমহল গ্রামের হেকমত মণ্ডলের ছেলে।মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল্লাহ গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু, এসআই জসীমউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি আরো জানান, বিজ্ঞ আদালত আব্দুল্লাহকে চেক জালিয়াতি মামলায় এক বছরের কারাদণ্ড এবং ২লক্ষ ৭৮হাজার টাকা জরিমানা প্রদান করেন।তারপর থেকে আব্দুল্লাহ পলাতক ছিলেন।