মেহেরপুরের গাংনীতে সিটি এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট খাদেমুল ইসলামের খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার নিহতের ভাই আরফান আলী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি করা হয়।
গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, সিটি এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। গাংনী থানা মামলা নং ৩০। তারিখ ২৭-০৮-২০২১ ইং। মামলাটি তদন্ত করা হচ্ছে। হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত দোষীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে আমঝুপি-গাঁড়াডোব সড়কের গাঁড়াডোব এলাকায় ছিনতাইকারীরা ব্যাগ ভর্তি টাকা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গুলি করে সিটি এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে হত্যা করে। প্রকৃত দোষীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।