মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বামন্দি এজেন্ট ব্যাংক শাখার ভোল্ট কেটে ৮ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ব্যাংকের গ্রীল কেটে ভিতরে প্রবশে করে এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে শাখা ব্যবস্থাপকের দাবি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আঃ করিম।
ইসলামী ব্যাংকের বামন্দি এজেন্ট ব্যাংক শাখা ব্যবস্থাপক হামিদুল ইসলাম কাজল জানান , সোমবার (৩ মার্চ) বিকেলে ব্যাংকের কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যাংকের ভোল্টে রেখে কর্মকর্তারা ব্যাংক ত্যাগ করেন। আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখতে পান জানালার গ্রীল কাটা রয়েছে। ভোল্টকক্ষে গিয়ে দেখতে পান ভোল্ট কক্ষের তালা কেটে টাকা নিয়ে গেছে। সাথে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিয়ার।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারে ততৃীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখার গ্রীল ও ভোল্ট কক্ষের তালা কেটে টাকা চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ মাঠে রয়েছে।