বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ড. এ এস এম নাজমুল হক সাগর এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম, র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে গাংনী হাসপাতাল বাজারস্থ নিজস্ব কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয় । পরে এক আলোচনা সভা শেষে কেক কাটার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭৪ মেহেরপুর ২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।
সভাপতি তার বক্তব্যে বলেন, সুখে দুঃখে এলাকাবাসীর প্রয়োজনে ওই পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি আরো বলেন শুনেছি গাংনীতে উপজেলা আওয়ামী লীগের একটি কমিটি রয়েছে। কিন্তু গত দুই বছরেও তাদের কোন কার্যক্রম দৃশ্যমান হয় নাই। আজকেও তারা ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) পালন উপলক্ষে কোন কার্যক্রম গ্রহণ করে নাই। কমিটি থাক বা না থাক আগামীতে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একরামুল হক, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।