মেহেরপুরের গাংনীতে এসিআই মটরস এর উদ্যোগে সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ধলা ফুটবল মাঠে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কৃষকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্পেয়ার পার্টস বুথ থেকে প্রতিটি পার্টসের উপরে ৬ ভাগ ডিসকাউন্ট, রেজিস্ট্রেশন বুথ থেকে বিনামূল্যে কাস্টমার ও ড্রাইভারদের মাঝে ক্যাপ ও একটি করে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় এসিআই মোটরসের ডিরেক্টর সেলস আজম আলীর সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মেহেরপুর এর উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার।
এসিআই মোটরসের সিনিয়র টেরিটরি ম্যানেজার কৃষিবিদ সেলিম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন, মেহেরপুর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার জাহিদ হোসেন, মেহেরপুর জেলা কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসিআই মোটরসের সিনিয়র জিএম খাইরুল হাসান, এজিএম আতিয়ার রহমান, সিনিয়র আর এস এম জহুরুল ইসলাম, ম্যানেজার সার্ভিস রেদওয়ানুল হক, ইয়ানমার হারভেস্টার মালিক সালাউদ্দিন ও জাহাঙ্গীর খান।
এর আগে প্রধান অতিথি এসিআই লেখা দৃষ্টিনন্দন প্রধান গেটের সামনে ফিতা কেটে, সাদা পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার শুরু করেন।
এ ক্যাম্পের প্রদর্শনীতে ইয়ানমার সার্ভিস ভ্যান, ইয়ানমার হারভেস্টার মেশিন স্থান পেয়েছে। এ সময় এসিআই মোটরসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ এলাকার ইয়ানমার হারভেস্টার মালিক, কৃষক ও নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।