মেহেরপুরের গাংনীতে ককটেল, বিস্ফোরক ও নাশকতা মামলায় বিএনপি’র ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। রোববার (২৪ সিসেম্বর) ভোর সোয়া ৬ টার দিকে উপজেলার অলিনগর গ্রামে মেহেরপুর- কুষ্টিয়া সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বামন্দি বাজার পাড়ার মৃত আব্দুল বারীর ছেলে আব্দুল আওয়াল (৫৫), তেরাইল গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জুলফিকার আলী ভুট্টৌ (৫৪), একই গ্রামের আকবার আলীর ছেলে মহিদুর রহমান (৪৮), হাজী রমজান আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০), তেরাইল মধ্যপাড়ার মৃত তাহাজ উদ্দিনের ছেলে আবু তাহের (৬০), গাংনী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড মধ্যপাড়া (মাঠপাড়া) এলাকার মৃত তাহাজ উদ্দিনের ছেলে বশির আহমেদ (৪৫), ভোমরদহ গ্রামের মৃত ওমর আলীর ছেলে শরিফুল ইসলাম (৫১), দেবীপুর গ্রামের মৃত পলান উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪০), রামনগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে নাহারুল ইসলাম (৪২) ও ধর্মচাকী গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩৩)।
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন জানান, রোববার (২৪ ডিসেম্বর) ভোর সোয়া ৬ টার দিকে গাংনী উপজেলার ওলিনগর গ্রামে বিএনপি’র নেতাকর্মীরা মাইক্রোবাসের টায়ার পুড়িয়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কে আসারুল ইসলামের ইটভাটার পাশে পাকা রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এবং নাশকতা কার্যক্রম ঘটার আশঙ্কা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ টি বোমা সদৃশ বস্তু (ককটেল), ১৭ টি বাসের লাঠি ও একটি মাইক্রোবাসের পোড়া টায়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানা পুলিশের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩))/ ২৫ডি তৎসহ ৪/৬ ধারায় বিস্ফোরক ও নাশকতা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-২৯, তারিখঃ ২৪ ডিসেম্বর ২০২৩ ইং
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।