মেহেরপুরের গাংনী উপজেলার জুগীরগোফা গ্রামে গনি শাহ্’র মাজারে চুরির অপচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত একটার পর থেকে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটানোর চেষ্টা করে তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মাজারের সামনের বাঁশের তৈরি বেষ্টনী ভেঙে ফেলে এবং মাজারে টাঙানো দুটি গিলাফ (চাদর) নিয়ে যায়। এছাড়া দান বাক্সটি ভাঙতে না পেরে সেটি পাশের নাগদার খালে ফেলে রেখে যায়।

গনি শাহ’র ভক্ত ও জামাতা ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার রাতে মাজারে তবারক বিতরণের পর তারা সবাই চলে যান। সকালে এসে দেখতে পান মাজারের বেষ্টনী ভাঙা, টাঙানো প্লাস্টিকের ফুলগুলো ছেঁড়া এবং দান বাক্সটি নেই। পরে খোঁজ করে পাশের খাল থেকে দান বাক্সটি উদ্ধার করা হয়। ভিতরে থাকা বাংলাদেশি ও বিদেশি বিভিন্ন মূল্যমানের এক হাজার টাকার কিছু বেশি অর্থ ভিজে অবস্থায় পাওয়া যায়। তবে মাজারের ওপর বিছানো দুটি গিলাফ খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গনি শাহ্’র মাজারে চুরির অপচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বেষ্টনী ও কিছু সাজসজ্জা ভাঙচুর করা হয়েছে। তবে দান বাক্স থেকে কোনো টাকা চুরি যায়নি। দুটি চাদর নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ভক্তরা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঘটনার পরপরই গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পার্থ প্রতীম শীল ও গাংনী থানার ওসি বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেন।