মেহেরপুরের গাংনীতে গলায় ওড়না পেঁচিয়ে নুপুর আক্তার (১৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার পীরতলা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নুপুর উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মিঠুন আলীর স্ত্রী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের উজুল হকের মেয়ে।
গাংনী থানাধীন ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জহির রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় ৪ বছর আগে ১৪ বছর বয়সে নাবালিকা নুপুরের গাংনী উপজেলার
পীরতলা গ্রামের মধ্যপাড়ার নিলচাঁদ আলীর ছেলে মিঠুনের সাথে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই সংসারের অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সংসার ভেঙে যাওয়ার উপক্রমও হয়েছিল একাধিকবার। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় নুপুর আবারও সংসারে ফিরে আসে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলের দিকে শ্বশুরবাড়ির লোকজন নুপুরকে তার শয়নকক্ষে বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে স্থানীয় পুলিশ ক্যাম্পে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে গাংনী থানাধীন ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ এস আই জহির রায়হান ঘটনাস্থলে পৌঁছিয়ে নুপুরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।